দিনাজপুর প্রতিনিধি ,
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটি দিনাজপুর আয়োজিত (১০ নভেম্বর) রোববার (১২ রবিউল আউয়াল) জাশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় দিনাজপুর একাডেমী স্কুল প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একাডেমি স্কুল প্রাঙ্গণে গিয়ে মিলিত হয়। এরপর স্থানীয়, দেশ ও বিদেশ হতে আগত অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুরের মহাপরিচালক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমেদ্বীন ডক্টর সৈয়দ এরশাদ আহমেদ আল বুখারী। উক্ত শোভাযাত্রায় উদযাপন কমিটির কর্মকর্তা, সদস্যবৃন্দ ছাড়াও সর্বস্তরের মুসলিবৃন্দ অংশগ্রহণ করেন। শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ডক্টর সৈয়দ এরশাদ আহমেদ আল বুখারী।