স্টাফ রিপোর্টার ,
নীলফামারীর কিশোরগঞ্জে গতকাল সোমবার দারিদ্র বিমোচনে বকনা গরু বিতরণ করা হয়েছে।
উপজেলা পরষিদ চত্বরে বকনা গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকনা গরু বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট। এসময় উপস্থিত ছিলেন বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান শাহ্, উপজেলা জাতীয় পার্টির আহŸায়ক ও এমপি প্রতিনিধি মোঃ রেজাউল আলম স্বপন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ মাহফুজার রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আমজাদ হোসেন, শ্যামল মন্ডল ও মিন্টু বিশ্বাস, মাজেদা খাতুন মুন্নী। গতকাল আনুষ্ঠানিকভাবে ১০ টি দরিদ্র পরিবারের মাঝে ১০ টি বকনা গরু বিতরণ করা হয়। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত ৩১৬ টি পরিবারের মাঝে ৩১৬ টি বকনা গরু বিতরণ করা হবে। ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপির উদ্যোগে ২০২০ আর্থিক সালের অর্থায়নে এ গরু বিতরণ করা হয়।