স্টাফ রিপোর্টার ,
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গতকাল সোমবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দুপুরে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপজেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নীলফামারী জেলা শাখার সভাপতি এ্যাড. রমেন্দ্র নাথ বর্দ্ধন বাপী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বাবুল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কিশোরগঞ্জ উপজেলা আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলটের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ চৌধুরী। আলোচনা সভাটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম আহবায়ক মিনহাজ ইসলাম। এর আগে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় । প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী রক্তদান কমসূচীর আয়োজন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখা।