ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন
রাবি ‘প্রত্যয়ী-৬৫’ এর আহবায়ক কমিটি ঘোষণা ।

রাবি ‘প্রত্যয়ী-৬৫’ এর আহবায়ক কমিটি ঘোষণা ।

রাবি প্রতিনিধি ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের ব্যাচ ‘প্রত্যয়ী-৬৫’ এর আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির তথ্য জানানো হয়।
ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিবকে কমিটির আহবায়ক করা হয়েছে। এছাড়া আমীনুল ইহ্সান আমান, আবদুল কাদের সুজন ও তিথী সরকারকে যুগ্ম আহবায়ক করে ৫৫ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন – শামীম হোসাইন, সাজ্জাদুল ইসলাম, আতিকুল হক, আলফাত সায়েম জেমস, শোয়েব, জাহিদ হাসান, নাসরীন তিথী, রিয়া বিশ্বাস, মিথিলা, নাসরিন সুলতানা অদিতি, ফারিয়া নৌশিন তৃপ্তি, পিনাক রায়, শাহনাজ সুলতানা রোজ, অমিত হাসান, নাহিদুল ইসলাম, সেফাত শুভ, অনিন্দ দাস, নাফিস ইনাম, লামিয়া ইসলাম, সুমনা জান্নাত, সানজিদা প্রেমাশা, উম্মে সালমা রুমি, ফজলে রাব্বি, পাবেল শাহরিয়ার, মাহমুদুল ইসলাম,আমিনুল ইসলাম, ইসমাইল হোসেন, রাশিদ আরিফ, রহমত-ই-রাব্বি ।
এছাড়াও কমিটিতে আছেন – জিদান বেগ, মাহমুদুল হাসান, আরিফুল ইসলাম, রাহিক আহমেদ, শোয়েব-উল-হাসান, আতিক হাসান, ফিরোজ মাহমুদ, নাঈম হক, রেদওয়ান মহারাজ, তানভীর অর্ণব, মিজানুর রহমান, শাখাওয়াত হোসেন, আনজুম তামান্না, নিহারিকা সরকার, অংকুর, রেজওয়ান করিম লেনিন, আব্দুল কাদের জিলানী, তানজির রহমান, তানজিল ইসলাম, মুকতাদির কুয়াশা ও মেহেদী হাসান রিদয়।
‘প্রত্যয়ী-৬৫’ এর উপদেষ্টামন্ডলীতে আছেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ্ আজম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মুসতাক আহমেদ এবং আইন বিভাগের সহকারি অধ্যাপক সাদিকুল ইসলাম।
উল্লেখ্য, ‘বন্ধুত্বের টানে ভ্রাতৃত্বের সৃষ্টি, আমরা সবাই প্রত্যয়ী-৬৫’ এর শ্লোগানকে ধারণ করে রাবির ৬৫ তম ব্যাচের শিক্ষার্থীরা ব্যাচ ডে পালন ছাড়াও শীতবস্ত্র বিতরণ, অনাথ শিশুদের খাদ্যসামগ্রী বিতরণ, ক্রিকেট টুর্নামেন্টসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST