নীলফামারী প্রতিনিধি ॥ বাঁশ চাষের সম্প্রসারণ, বাঁশের ব্যবহার ও কর্মপন্থা নির্ধারণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) নীলফামারী ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রুরাল ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন(ব্রীফ) এর নির্বাহী পরিচালক শাহ আহসান হাবিব।
এতে সরকারী বিভিন্ন দফতর প্রধান, ব্যাংকার, সাংবাদিক, বাঁশ চাষী ও ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা ব্যবসায়ীগণ এতে অংশহগ্রহণ করেন। সার্ক ডেভেলপমেন্ট ফান্ড(এসডিএফ) এর সহযোগীতায় নীলফামারীতে বাঁশ চাষের সম্ভাবনা, বাঁশের আসবাব পত্র হিসেবে ব্যবহার, উৎপাদন বাড়ানোসহ রফতানী বিষয়ে আলোচনা করেন বন বিভাগ, বাঁশ গবেষণা কর্মকর্তাগণ। এতে বিসিক উপ মহাব্যবস্থাপক হোসনে আরা, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, জেলা সমবায় কর্মকর্তা আব্দুস সবুর ও বাঁশ ব্যবসায়ী রোস্তম আলী বক্তব্য দেন।