পটুয়াখালী জেলা প্রতিনিধি ,
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টায় কলেজপাড়া থেকে তাকে আটক করা হয়। পটুয়াখালীর গলাচিপায় ১৫ পিচ ইয়াবাসহ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সোহাগকে আটক করেছে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ গলাচিপার চিহ্নিত মাদক ব্যবসায়ী। জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো. ফারুক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫পিচ ইয়াবাসহ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সোহাগকে আটক করা হয়। কলেজপাড়ার বাসিন্দা মৃত্যু মো. সোহরাব হোসেনের ছেলে সোহাগ।এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।