বগুড়া প্রতিনিধি ,
বগুড়া সদরের শেখেরকোলায় তেলিহারা আল ইসলাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে নিজস্ব কার্যালয় সংলগ্ন মাঠে সীরাত মাহফিল ও নাতে রাসূল (সাঃ) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১ম অধিবেশন বেলা ৩টায় নাতে রাসূল প্রতিযোগিতা এবং ২য় অধিবেশন বাদ মাগরিব সীরাত মাহফিল অনুষ্ঠত হয়। ১ম অধিবেশনে বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিযোগিদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কন্ঠশিল্পী রাহাতুল আলম রাহাত, নূর নবী বাপ্পী, হাফেজ আল আমীন এবং হাফেজ বজলুর রহমান। প্রতিযোগিতায় ১ম স্থান টিএমএসএস দাখিল মাদরাসার ছাত্র হাবিব হাসান , ২য় স্থান তেলিহারা মহিউদ্দিন আলিম মাদরাসার ছাত্র রাহিবুল ইসলাম এবং ৩য় স্থান অধিকার করেন শাতশিমুলিয়া বছির উদ্দীন দাখিল মাদরাসার ছাত্র আব্দুল লতিফ।
২য় অধিবেশনে ফাউন্ডেশনের সভাপতি কে.এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সীরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং নাতে রাসূল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন সদর উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ শহিদুল ইসলাম (দুলু)। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন শেখেরকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম।
ফাউন্ডেশনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাহাতুল আলম রাহাত এর উপস্থাপনায় সীরাত মাহফিলে রাসূল (সাঃ) এর জীবনী নিয়ে আলোচনা করেন প্রধান বক্তা কারবালা মাদরাসা বগুড়ার মুহাদ্দীস মাওলানা কাজী ফজলুল করিম (রাজু), ২য় বক্তা হাফেজ মাওলানা আতিকুর রহমান এম এম ডাবল এবং ৩য় বক্তা মাওলানা ফজলুর রহমান এম এম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখেরকোলা সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক নজমল হক বকুল, ইউনিয়ন আওমীলীগ সাধাঃ সম্পাদক মোখলেছার রহমান দিপু, এমএসকেএস পরিচালক মোঃ আলফাজ হোসেন, ফাউন্ডেশন উপদেষ্ঠা আশরাফুল আলম রবিন প্রমূখ।
সীরাত মাহফিল শেষে সমাপনী বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্ঠা মাওলানা সৈয়দ গোলাম আকবর।
ক্যাপশন : বগুড়া সদরের শেখেরকোলায় আল ইসলাহ্ ফাউন্ডেশন আয়োজিত সীরাত মাহফিল ও নাতে রাসূল (সঃ) প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগির হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন সদর উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ শহিদুল ইসলাম (দুলু)।