রাঙ্গামাটি জেলা প্রতিনিধি ,
সন্তু লারমা গ্রুপের দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত, বলে ধারণা করছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বালুমোড়া এলাকার মারমাপাড়ায় গভীর অরণ্যে এই ঘটনা ঘটে।রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা গ্রুপের দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।তিনি বলেন, জেএসএসের (সন্তু লারমা গ্রুপ) অন্তঃকোন্দলের জেরে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে তিনজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।