ঘোষনা:
শিরোনাম :
কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নিয়োগে বানিজ্যের অভিযোগ আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে ভাংচুর, লুটপাটে মামলা দায়ের নীলফামারীতে পরিবহন মালিকের দুই গ্রুপে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন সৈয়দপুরে ফিজিওথেরাপী দিবস পালন; বিনামুল্যে চিকিৎসা সেবা ও উপকরণ বিতরণ কিশোরগঞ্জে আগুনে পুড়ে ৮টি পরিবারের ঘরবাড়ি ভস্মিভুত কিশোরগঞ্জে শোভায় মুগ্ধতা ছড়াচ্ছে ঝিঙে ফুল নীলফামারীতে শৃঙ্খলা ভঙ্গে স্বেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার নীলফামারীতে নেপিয়ার ঘাস চাষে লাভবান কৃষক সুপ্রিম কোর্টে রোববার থেকে অবকাশকালীন নতুন সময়সূচী তিস্তার পানিবণ্টন চুক্তির মতপার্থক্য দূর করতে হবে : পিটিআইকে প্রধান উপদেষ্টা
প্রশ্নপত্রের ছবি তোলায় ১ মাস জেল,জলঢাকায় পিইসি পরিক্ষায় প্রক্সি পরিক্ষার দায়ে ৮ শিক্ষার্থী বহিস্কার ।

প্রশ্নপত্রের ছবি তোলায় ১ মাস জেল,জলঢাকায় পিইসি পরিক্ষায় প্রক্সি পরিক্ষার দায়ে ৮ শিক্ষার্থী বহিস্কার ।

 

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ,
নীলফামারীর জলঢাকায় চলতি প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি)পরিক্ষার ২য় দিনে প্রক্সি পরিক্ষার দায়ে ৮ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। আজ সোমবার উপজেলার কাঁঠালী ইউনিয়নের উত্তর দেশীবাই নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। বহিস্কৃতরা হলেন,আজীম ইসলাম, বাবু,তারিকুল ইসলাম, রবিউল ইসলাম, সিয়াম, তানিয়া, আইরিন ও লিমন ইসলাম। তারা সকলেই কাঁঠালী ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী। এরা সবাই উত্তর দেশীবাই ইসলামীয়া কছিমিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার হয়ে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরিক্ষায় প্রক্সি পরিক্ষার্থী হয়ে অংশ নেয়।অন্যদিকে একই কেন্দ্রে গত রোববার ইংরেজি পরিক্ষায় বাহির থেকে প্রশ্ন পত্রের ছবি তোলার অপরাধে ফিরোজুল (২৫) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। জানা যায়, সোমবার বাংলা পরিক্ষায় উত্তর দেশীবাই ইসলামীয়া কছিমিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী প্রক্সি পরিক্ষা দিচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকরা ওই কেন্দ্রে দায়িত্বরত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোশফেকুর রহমানকে অবগত করেন। পরে বিষয়টি নিয়ে যাচাই-বাছাই করলে একে একে ৮ জন প্রক্সি পরিক্ষার্থী বেরিয়ে আসে। এ সময় প্রত্যেক পরিক্ষার্থী উপস্থিত সকলের সামনে শিকার করে যে তারা অন্য জনের স্থলে পরিক্ষা দিচ্ছেন। ওই শিক্ষার্থীরা আরও জানান,উত্তর দেশীবাই ইসলামীয়া কছিমিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক অলিয়ার রহমান তাদের প্রত্যেককে টাকার লোভ দেখিয়ে এ কাজে বাধ্য করেছেন। এদিকে এ ঘটনার সাথে জড়িত শিক্ষার্থীকে তৎক্ষানিক বহিস্কার করা হয়। পরে তাদের বয়সের দিক বিবেচনা করে কাঁঠালী ইউ’পি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিনের জিম্বায় প্রত্যেকের কাছে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোশফেকুর রহমান বলেন,সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ পাওয়ায় তাদেরকে বহিস্কার করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মাদ বলেন,‘‘ অভিযুক্ত ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।’’ তবে অভিযুক্ত ওই মাদ্রাসার সহকারী শিক্ষক অলিয়ার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST