জলঢাকা নীলফামারী প্রতিনিধি ,
নীলফামারীর জলঢাকায় লবণের দাম বৃদ্ধি হচ্ছে এমন গুজব এখন উপজেলাজুড়ে। আর এ কারনে লবণ কিনতে হুমুরি খেয়ে পড়ছে গালামালগুলোর দোকানে ক্রেতারা। সোমবার রাত থেকে এমন গুজবে ভাসছে জলঢাকা। তবে মঙ্গলবার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে সরজমিন ঘুরে লবণের দাম বাড়ার কোন তথ্য মেলেনি। এদিকে ‘‘গুজবে কান দিবেন না’’ লবণের দাম বাড়েনি’’ সর্বসাধারনের উদ্দেশ্যে গুজব রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার বিকেল থেকে মাইকিং করে প্রচারনা চালানো হচ্ছে। অপরদিকে লবণ কিনতে আসা আনিছুর রহমান,জেনারুল ইসলাম, আশাদুজ্জামান,ও রাফিয়া বেগমসহ অনেক ক্রেতাদের সাথে কথা হলে তারা বলেন,আমরা গত রাত (সোমবার) থেকে শুনছি লবণের দাম পিয়াজের মত বৃদ্ধি পাবে। তাই আজ (মঙ্গলবার) বেশি পরিমানে লবণ কিনে নিলাম। ব্যবসায়ীরা বলছেন, লবণের দাম বৃদ্ধি হবে এমন সংবাদের ভিত্তিতে ক্রেতাগন লবণ কিনতে যেন প্রতিযোগিতায় নেমেছে। পৌরশহরের মসল্লাপট্টির ব্যবসায়ীরা জানান,গত এক মাসে যে লবণ বিক্রি হয়নি তা আমরা এই দুইদিনে বিক্রি করলাম। তবে কোন মূল্য বৃদ্দি করে নয়। গালামাল ব্যবসায়ী জাকির হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, লবণের দাম কোন প্রকার বৃদ্দি পায়নি এটা নিছক গুজব। তিনি আরও জানান,আমারা মোকামে খোজ নিয়েছি সেখানেও লবণের দাম বাড়েনি। এ বিষয়ে সহকারী কমিশনার(ভুমি) মো.গোলাম ফেরদৌস বলেন,‘‘লবণের দাম বৃদ্ধি এটা সম্পুনূ গুজব। গুজবে কান না দেওয়ার জন্য ইতিমধ্যে জলঢাকা উপজেলার প্রতিটি ইউনয়নের হাট ইজারাদারসহ সবাইক সতর্ক করে দেওয়া হয়েছে।’’