স্টাফ রিপোর্টার ,
কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী বুধবার সকাল ৭টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ২ স্ত্রী, ৩ ছেলে, ৬ মেয়েসহ অসংখ্য বন্ধু-বান্ধব, আত্বী-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাগত পরিবারকে সমবেদনা জানিয়েছেন নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান আদেল, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন বাবুল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম, চাঁদখানা ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজার রহমান হাফি, সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন আলম সবুজ, মাগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুকুল চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির আহŸায়ক ও এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন, প্রেসক্লাব আহŸায়ক আবু হাসান শেখ প্রমুখ।