তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম। ছবি : রাহাত।
বগুড়া প্রতিবেদক ,
বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়ন ভান্ডার পাইকা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উদ্যোগে বৃহস্পতিবার রাতে তাফসিরুল কোরআন মাহফিল ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। অত্র ঈদগাহের সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে শেখেরকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম তার বক্তব্যে অত্র ঈদগাহের উন্নয়ন কল্পে কাজ করার প্রতিশ্রæতি প্রদাণ এবং শেখেরকোলা ইউনিয়নে ইসলারে সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদাণ করেন। মাহফিলে সহ-সভাপতিত্ব করেন বোর্ডেরবাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আবু জাফর। শেখেরকোলা ইউয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী ধলু’র সার্বিক তত্বাবধানে এবং মোঃ আব্দুর রাজ্জাক এর সার্বিক পরিচালনায় তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা শাহ জালাল-নওগা এবং দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন অত্র ঈদগাহের খতিব মাওলানা আব্দুর রশিদ ফারুকী-উত্তর বগুড়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত দর্শক-শ্রোতাদের উদ্দেশ্যে বক্তাগন কুরআন-হাদিসের আলোকে ইহকালিন শান্তি এবং পরকালীন মুক্তি উপায় নিয়ে আলোচনা করেন। পরিশেষে প্রধান বক্তার দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপনি হয়।