গ্রামপোষ্ট ডেস্ক ,
গত ১৮ নভেম্বর রোজ সোমবার গ্রামপোস্ট২৪ডটকম অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ নীলফামারীর ডোমারে বিধবার ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ সংবাদের প্রতিবাদ করছি। খবরে প্রকাশ পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৃত বুলবুল ইসলামের স্ত্রী শেরিনা বেওয়া ভিজিডি কার্ড নং -২১০, ২০১৯/২০ অর্থ বছরে একজন ভাতাভোগী। শেরিনা বেওয়া স্বামীর মৃত্যুর পর থেকে শ্বশুর তাছিকুল ইসলামের সংসারে দুই সন্তান নিয়ে বসবাস করে আসছেন। ইউনিয়ন পরিষদ কর্তৃক বারদ্দকৃত ভিজিডি চাল নিজে উত্তোলন করে নিজ নামে ব্যাংক একাউন্টে সঞ্চয়ের টাকা জমা রাখেন। কিন্তু গত ৭জুলাই শ্বশুর তাছিকুল ইসলামের সাথে সম্পর্কের অবনতি ঘটলে শেরিনা বেওয়া বাবার বাড়ীতে বসবাস শুরু করেন।এবং ভিজিডি কার্ডটি শ্বশুরালয়ে রাখেন, পরে ইউপি চেয়ারম্যান কর্তৃক শ্বশুরালয় থেকে উদ্ধার করে শেরিনা বেওয়ার হাতে তুলে দেওয়া হয়।
প্রতিবেদকের বক্তব্য, ১৩ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবর শেরিনা বেওয়া ভিজিডি কার্ড এর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের অনুলিপি প্রেসক্লাব সহ অন্যান্য দপ্তরে জমা দেন। লিখিত অভিযোগের ভিত্তিতে সংবাদটি করা হয়।
প্রতিবাদকারী ,
মো: দেলোয়ার হোসেন ,
সদস্য,
৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদ ।