দিনাজপুর প্রতিনিধি ,
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ রইছউল আলম মন্ডল বলেছেন, বর্তমান সরকার প্রাণিসম্পদের উন্নয়নে সকল প্রকার সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ।
জেলা প্রাণিসম্পদ দপ্তর দিনাজপুর এর আয়োজনে শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাণিসম্পদ বিভাগীয় কর্মকর্তা ও ষ্টেকহোল্ডারদের সাথে মত বিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তর এর মহাপরিচালক ডাঃ মোঃ আইনুল হক, রংপুর বিভাগীয় প্রাণিসম্পদের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান। প্রাণিসম্পদ উন্নয়নে দিনাজপুর জেলার অগ্রগতি তুলে প্রজেক্টরের মাধ্যমে তথ্য ভিত্তিক উপস্থাপনা করেন দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহিনুর আলম। প্রাণিসম্পদ উন্নয়নে বাস্তব চিত্র তুলে মুক্ত আলোচনা করেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশিকা আকবর তৃষা। দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাজী মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, খামারীদের বিভিন্ন সমস্যা তুলে বক্তব্য রাখেন দিনাজপুর ডেইরী ফার্মস এসোসিয়েশনের মহাসচিব শ্যামল কুমার ঘোষ। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, এডিএম মোঃ শরিফুল ইসলাম। মত বিনিময় সভায় দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ও ষ্টেকহোল্ডারবৃন্দ।