দিনাজপুর প্রতিনিধি,
দিনাজপুর শহরের মডার্ণ মোড়স্থ ওয়ালটন প্লাজা’র আয়োজনে আজ রোববার (২৪ নভেম্বর ) ইনস্টিটিউট প্রাঙ্গণে ২শত পার্সেন্ট ক্যাশ ভাউটার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো পুরস্কার বিতরণী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালী। দুপুরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চিত্র নায়ক মামনুন হাসান ইমন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর চাউলকল মালিক গ্র“পের সভাপতি মোছাদ্দেক হুসেন, দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপক ফারুক আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার সালেহ আহম্মেদ। অনুষ্ঠানে ওয়ালটন প্লাজা’র কর্মকর্তা, সদস্যবৃন্দ ছাড়াও আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উলেখ্য ৪নং শেখপুরা ইউপি’র বিজয়ী মুক্তার হোসেন ৩২ হাজার ৪শত টাকা দিয়ে ১টি ফ্রিজ কিনে তিনি ৬৪ হাজার ৮শত টাকার গিফ্ট ভাউচার পেয়েছেন।