জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ,
নীলফামারীর জলঢাকায় গত দুই বছর আগে বন্যায় হেলেপড়া সেতুটি আজও সংস্কার ও মেরামত করা হয়নি। ফলে এলাকাবাসীকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা দ্রুত সেতুটি মেরামত ও সংস্কার করার দাবী জানিয়েছেন। রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ডাউয়াবারী ইউনিয়নের ১নং ডাউয়াবাড়ী চরভরট এলাকার জনগণের ইউনিয়ন অফিস ও বাজারের সাথে যোগাযোগের একমাত্র সড়ক এটি। গত ২০১৭ সালের ১০ আগষ্ট বন্যার পানির স্রোতে সেতুটি হেলে পড়লে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তারপরেও মানুষ জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে সেতুটির উপর দিয়ে। এখন পর্যন্ত সেতুটির সংস্কার ও মেরামত কাজ হয়নি। স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান জিয়া (৩৫) জানান, নেকবক্ত বাজারের সঙ্গে আমাদের যোগাযোগের মাধ্যম এই সড়কটি। সড়কের উপর নির্মিত সেতুটি ত্রানের টাকায় নির্মিত হয় ২০১৭ সালে। সেসময় বন্যার পানিতে সেতুটি হেলে পড়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে সেতুটি। পরবর্তীতে সড়ক ও সেতুটি চলাচল উপযোগী করতে এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় বালু ফেলে ও বাঁশের সেতু নির্মাণ করা হয়। সেই বালু এবারের বন্যায় নষ্ট হয়ে সেতু চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ওই এলাকায় প্রায় তিন হাজার লোকের বসবাস। ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোকনুজ্জামান খোকন জানান, সেতুটি হেলে পড়ার দিনই তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান ও প্রকৌশলী হারুন অর রশীদকে জানানো হয়। সেসময় তারা উধর্বতন কর্তৃপক্ষকে জানানোসহ দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দুই বছর হয়ে গেলেও সংস্কারের কোন উদ্দ্যোগ নেয়া হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, ২০১৫-১৬ অর্থ বছরে ত্রানের ১২ লাখ টাকায় এ সেতু নির্মান কাজ শুরু হয়ে ২০১৭ সালের মে মাসে কাজ শেষ হয় এবং বন্যার পানিতে সেতুটি ক্ষতিগ্রস্থ হওয়ায় উর্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছিল। এলাকাবাসীর দাবী সেতুটি দ্রুত মেরামত করা না হলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা তাই সেতুটি দ্রুত মেরামত করার দাবী জানান তারা।