বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদের নব নির্মিত কমপ্লেক্স ভবন উদ্বোধন ।
বগুড়া প্রতিবেদক ,
মঙ্গলবার বগুড়া সদরের ৮নং গোকুল ইউনিয়ন পরিষদের নব নির্মিত কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বগুড়ার উপ-পরিচালক সুফিয়া নাজিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান, জেলা পরিষদ সদস্য মোঃ মাফুজুল ইসলাম রাজ, বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, ব্যাংক এশিয়া বগুড়ার শাখা ব্যবস্থাপক মোঃ বন্দে আলী রতন, টিএমএসএস এর নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম ইকবাল সহ ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ।