দিনাজপুর প্রতিনিধি ,
বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স দিনাজপুর জেলা শাখার বাস্তবায়নে এবং কেএমডিএস দিনাজপুরের আয়োজনে ও এসএমই ফাউন্ডেশনের অর্থায়নে ২৭ নভেম্বর বুধবার সকাল ১১টায় শহরের সুইহারি মির্জাপুরস্থ আনোয়ারা ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউটে ৫ দিন ব্যাপি এ্যাডভান্স বিউটিফিকেশন প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলাম।
বিডাব্লিউসিসিআই দিনাজপুর জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স দিনাজপুর জেলা শাখার কো-অর্ডিনেটর জান্নাতুস শাফা শাহিনুর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের (বিডা বাংলাদেশ) এর প্রশিক্ষক সমন্বয়কারী মোঃ হাসানুজ্জামান, আনোয়ারা ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট এর প্রিন্সিপাল ডাঃ আ. স. ম. মুশফিকুর রহমান, ইনচার্জ মাসুদা আমিন প্রমুখ। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষক ইসরাত জাহান, বিডাবিøউসিসিআই এর সদস্য রুখসানা রুপা, মনি নাসরিন প্রমুখ। উক্ত প্রশিক্ষণে ৩০ জন নারী অংশ গ্রহন করছেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কেএমডিএস এর অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম মুকুল।