রতন কুমার রায়-স্টাফ রিপোর্টার ,
নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নে ল্যাম্ব প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ শো প্রকল্প সমাপণী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহষ্পতিবার(২৮নভেম্বর) সকালে গোমনাতী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র চত্ত¡রে ল্যাম্ব কর্তৃক বাস্তবায়িত স্ট্রেনদেনিং হেলথ আউটকামস্ ফর ওমেন এন্ড চিলড্রেন(শো) প্রকল্পের আওতায় গোমনাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদের সভাপতিত্বে এক সমাপণী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।শো প্রকল্পের ভোগডাবুড়ী ও কেতকীবাড়ী ইউনিয়ন ফিল্ড কো-অডিনেটর আব্দুস সালামের সঞ্চালনায় সমাপনী ও মত বিনিময় সভায় শো প্রকল্পের উপজেলা টেকনিক্যাল কো-অডিনেটর জীবন কুমার পোদ্দার, গোমনাতী ইউপি সচিব ফিরোজুল শাহ্, সদস্যা রুবী বেগম,সদস্য জাহিদুল ইসলাম,শিক্ষক সিদ্দিক আলম,জুয়েল,বামুনীয়া ও গোমনাতী ইউনিয়ন শো প্রকল্পের ফিল্ড কো-অডিনেটর সত্যেন্দ্রনাথ রায় প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। ডাটা এন্ট্রি কো-অডিনেটর জয়ন্ত কুমার রায় প্রকল্পের অগ্রগতি ও অর্জিত ফলাফল উপস্থাপন করেন। প্রকল্পটি গেøাবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহায়তায় মা ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি সরকারী স্বাস্থ্য সেবা কার্যক্রমকে সহযোগীতা করে আসছে।উক্ত প্রকল্পটি ২০১৬ সাল হতে ২০১৯ সালের ৩১ শে ডিসেম্বর কার্যক্রম সমাপ্তি ঘটবে।