ষ্টাফ রির্পোটার ,
নীলফামারীর কিশোরগঞ্জে মেলাবর মহিলা দাখিল মাদ্রাসার সুপার আনোয়ার হোসেন’র বিরুদ্ধে ছোট-বড় মিলে প্রায় ৭০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে।গাছগুলির বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ টাকা।আজ (বৃহস্পতিবার) মাদ্রাসার মাঠে থাকা গাছ গুলো ৩দিন ধরে উত্তোলন করে নিয়ে যাচ্ছে স্থানীয় গাছ ব্যবসায়ী এনামুল হক। তিনি জানান, (এনামুল হক) এ গাছ গুলো আমি মাদ্রাসার সুপারের কাছ থেকে ৩৯ হাজার টাকা দিয়ে ক্রয় করি। ওই মাদ্রাসার সুপার আনোয়ার হোসেন মাদ্রাসার মাঠে অবস্থিত বিভিন্ন প্রজাতির গাছ উত্তোলন করে সরকারি কোন নিয়মনীতি তোয়াক্কা না করে নিজ ক্ষমতা বলে বিক্রি করেন। গাছ গুলোর বাজার মূল্য আনুমানিক প্রায় ১ লক্ষ টাকা।
এ বিষয়ে মাদ্রাসা সুপার আনোয়ার হোসেন জানান, মাদ্রাসার মাঠে থাকা ছোট ছোট ১৫-২০টি গাছ ৮/১০ হাজার টাকায় মাদ্রাসার উন্নয়নের জন্য বিক্রি করি। মাদ্রাসার রেজুলেশন ও সরকারী নিয়মনীতির কথা বললে তিনি বিষয়টি এড়িয়ে যান। গাছ কর্তনের বিষয়ে মাদ্রাসা সুপারের কাছে তথ্য অধিকার আইনে তথ্য ফরমে তথ্য চাইলে তিনি এই প্রতিনিধিকে বলেন আমি কোন রকম তথ্য দিব না ।
মাদ্রাসার সভাপতি আব্দুল মান্নানের সাথে কথা হলে তিনি বলেন, মাদ্রাসার গাছ কর্তনের বিষয়টি আমি জানি, কিন্তু কত টাকা মূল্যে বিক্রি হয়েছে আমি তা জানিনা। গাছ বিক্রির রেজুলেশনের কথা জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি একটি রেজুলেশনে স্বাক্ষর করেছি কিন্তু মূল বিষয়বস্তু আমি জানিনা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরুল আমিন শাহ্ জানান, ওই মাদ্রাসার গাছ কর্তন বা বিক্রির ব্যাপারে আমাকে অবহিত করেন নি।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ জানান, কেউ যদি অবৈধ ভাবে সরকারী নিয়ম না মেনে গাছ উত্তোলন করে থাকেন তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।