দিনাজপুর প্রতিনিধি ,
দিনাজপুর শহরের নিউটাউন ৭নং ব্লকের আনন্দ বিদ্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ প্রতিযোগিতা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতার মধ্যে ছিলো দৌড়, চকলেট, হাতি উড়ে, স্মৃতি দৌড়, অতিথিদের খেলা, যেমন খুশি তেমন সাজো ইত্যাদি। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আকতারা পারভীন। আনন্দ বিদ্যালয়ের অধ্যক্ষ লুলু শারকিয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর সংগীত ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, জয়দেবপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মতিয়ার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তরবঙ্গের বিশিষ্ট ধারা ভাস্যকার এম রফিক।