জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ,
নীলফামারীর জলঢাকায় দোতলার ছাদ থেকে পরে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পৌরসভার মাস্টারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। মৃত শিশুটির নাম সোহামনি, বয়স ৪ বছর। সে উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ও ট্রাক ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাহিনুর রহমানের ৩য় সন্তান। পরিবার সুত্রে জানা যায়, সোহামনি শুক্রবার বিকেলে সকলের অজান্তে দ্বিতল বাড়ীর ছাদে খেলতে গিয়ে নিয়ে পরে যায়। তাৎক্ষণিক জলঢাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। শনিবার বাদ জোহর জলঢাকা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জানাযা শেষে শিশুটিকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।