ঘোষনা:
শিরোনাম :
কিশোরগঞ্জে পীর ফকিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় অনিয়ম ও স্বেচ্ছারিতার বিরুদ্ধে মানববন্ধন ।

কিশোরগঞ্জে পীর ফকিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় অনিয়ম ও স্বেচ্ছারিতার বিরুদ্ধে মানববন্ধন ।

স্টাফ রিপোর্টার ,
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পীর ফকিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমির রেকর্ড ২২ শতক হলেও দেখানো হচ্ছে ৪৪ শতক, জমি না থাকায় ভবন নির্মাণ বাধাগ্রস্থ, স্কুল মনিটারিং বোর্ডে কমিটির সদস্যের নাম না থাকা ও শিক্ষার মান নি¤œমান হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার দুপুরে এলাকাবাসী মাগুড়া ইউনিয়নের পীর ফকির পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের সামনে এসব অভিযোগ নিয়ে মানববন্ধন করেছে এলাকবাসী। মানববন্ধনে অংশ নেয় ওই স্কুলের শিক্ষার্থীর অভিভাবকসহ সাধারণ মানুষ। এ সময় এলাকাবাসী আবু তাহের বলেন-স্কুলের শিক্ষকরা তাদের নিজ মন মত আসে আবার নিজ মন মত চলে যায়। আমরা বাধ্য হয়ে আমাদের ছেলে মেয়েদের পড়ালেখার জন্য দূরবর্তী স্কুলে ভর্তি করতে বাধ্য হচ্ছি। স্কুলের শিক্ষকরা স্কুলে আসলেও ক্লাশের প্রতি তাদের নেই কোন মনযোগ। বেশীর ভাগ সময়ই অধিকাংশ শিক্ষককে প্রধান শিক্ষকের যোগসাজসে ছুটি দেয়া হয়। জানতে চাওয়া হলে প্রধান শিক্ষক আমাদের ধমক দিয়ে বলেন- আপনারা এ ব্যাপারে জানতে যাচ্ছেন কেন ?
স্কুলের বিপরীত পার্শ্বের বাড়ীর এক সচেতন অভিভাবক আহসান হাবীব তেনো বলেন, স্কুলের ৫জন শিক্ষকের মধ্যে ৪জন শিক্ষক রংপুরে থাকেন প্রায় দিনে তারা দেরীতে স্কুলে আসেন। আমরা কোন প্রতিবাদ করলে আমাদের এ বিষয়ে নাগ না গলানোর কথা বলেন।
১৯৮৯ সালে স্কুলটি প্রতিষ্ঠাকালে স্কুলের জমির পরিমান ৪৪ শতাংশ দেখানো হলেও স্কুলের রেকর্ডকৃত জমির পরিমান ২২শতাংশ। ২০০১ সালে সাবেক সংসদ সদস্য মরহুম ডঃ আসাদুর রহমান ওই স্কুলের চার কক্ষ বিশিষ্ট একটি ভবনের উদ্বোধন করেন। স্কুলটি জাতীয়করণ করা হয় ২০১৩ সালে। বর্তমানে ঝুকিপূর্ণ ভবনে চলছে স্কুলের ১শ ১৪জন শিক্ষার্থীর পাঠ দান। স্কুলে ৫ জন শিক্ষক থাকলেও ক্লাশ ফাঁকি দিয়ে তাদের মন মত চলে স্কুেলর শিক্ষা কার্যক্রম। বেশির ভাগ শিক্ষার্থী অনুপস্থিত থাকলেও শিক্ষকদের নেই কোন মাথা ব্যাথা। অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে মনিটরিংয়ের ব্যবস্থা করার কথা থাকলেও স্কুল কর্তৃপক্ষ কোন রকম ব্যবস্থা গ্রহন করেনি।
উপজেলা শিক্ষা অফিসার শরিফা আখতার বলেন, স্কুলের ঝুকিপূর্ণ ভবনের ব্যাপারে উপজেলা প্রকৌশলী স্কুল পরিদর্শন শেষে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST