রনজিত রায়, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ,
নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ স্কাউটস এর ত্রি-বার্ষিক সম্মেলনে স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরুপ উপজেলার খামার কৈমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউটার রমা নাথ রায়কে ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গত শনিবার জলঢাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ত্রি বার্ষিক সম্মেলনে তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌল্লা, অতিরিক্ত পুলিশ সুপার, রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবের্ক চেয়ারম্যান প্রফেসর আহম্মেদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, সহকারী শিক্ষা অফিসার ওছমান গণি, বাংলাদেশ স্কাউটের জেলা কমিশনার বিনয় কুমার রায়, বাংলাদেশ স্কাউটের জেলা সম্পাদক গোলাম কিবরিয়া ও কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম প্রমূখ। #