ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সনাকের আয়োজনে ২ দিনব্যাপী তথ্যমেলা হয়েছে ।

নীলফামারীতে সনাকের আয়োজনে ২ দিনব্যাপী তথ্যমেলা হয়েছে ।

গ্রামপোষ্ট ডেস্ক ,
‘তথ্য চাইলে জনগণ, দিতে বাধ্য প্রশাসন’ এই শ্লোগান নিয়ে নীলফামারীতে ২ দিনব্যাপী তথ্যমেলা ০৯ ও ১০ ডিসেম্বর ২০১৯ আয়োজিত হয়েছে। ৯ ডিসেম্বর সকাল ১০:৩০ মিঃ সংরক্ষিত নারী আসনের  সংসদ সদস্য রাবেয়া আলীম ও নীলফামারী’র সম্মানিত জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরীসহ অতিথিবৃন্দ সনাক আয়োজিত দুই দিনব্যাপী তথ্যমেলার শুভ উদ্বোধন করেন।

মেলায় সরকারি-বেসরকারি ৪০ টি স্টলেসাধারণ মানুষকে বিনামূল্যে তথ্য ও পরামর্শ বিষয়ে সেবা প্রদান এবং সনাক ও ইয়েস গ্রæপের স্টলে হাতে-কলমে তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ করা শেখানো হয়েছে।এছাড়া মেলার প্রথম দিনের কর্মসূচির মধ্যে ছিল শিক্ষার্থী সমাবেশ, আলোচনা সভা, দুর্নীতিবিরোধী গেম শো, দুর্নীতিবিরোধী ভিডিও ড্রামা প্রদর্শনী, ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক এবং সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান;দ্বিতীয় দিনের কর্মসূচির মধ্যে ছিল দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা এবং সমাপণী ও পুরুস্কার বিতরণী অনষ্ঠান।

সনাক সদস্য জাহানারা রহমান ডেইজী’র সঞ্চালনায় দ্বিতীয় দিনে মেলা চত্বরে সমাপণী ও পুরুস্কার বিতরণী অনষ্ঠান এ সভাপতিত্ব করেনসনাক সভাপতি প্রকৌশলী এস.এম. সফিকুল আলম ডাবলু।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নীলফামারী। বিশেষ অতিথি ছিলেন মোঃ ইমাম হাসিম, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, মো: জিয়াউল হক, অধ্যক্ষ, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, প্রয়েসর মোঃমাহবুবুর রহমান ভুঁইয়া, উপাধ্যক্ষ, নীলফামারী সরকারি কলেজ, মোঃ আকতারুল আলম রাজু, সহ-সভাপতি, সনাক এবং টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ আসাদুজ্জামান। স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনায় অংশ নেন তথ্যমেলা আয়োজন কমিটির আহবায়ক ও সনাক সদস্য মো: মিজানুর রহমান লিটু। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সনাক, স্বজন, ইয়েস সদস্যসহ বিভিন্ন পেশা ও শ্রেণির প্রতিনিধিরা এবং স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।

মেলায় নীলফামারী জেলার সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল-জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিস, জেলা তথ্য অফিস, সিভিল সার্জনের কার্যালয়, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা মৎস্য অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা সঞ্চয় অফিস ব্যুরো, জেলা খাদ্য অফিস, ইসলামিক ফাউন্ডেশন, জেলা রেজিস্ট্রোর অফিস, জেলা শিক্ষা অফিস, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, উপজেলা পরিষদ ডিজিটাল সেন্টার, উপজেলা ভ‚মি অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি, জেলা আনসার ও ভিডিপি অফিস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আয়কর অফিস, জেলা সমবায় কার্যালয়, নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী সরকারি মহিলা কলেজ, ওয়ার্ল্ড ভিশন, ল্যাম্ব-শো প্রকল্প, ইউএসএস, পল্লীশ্রী, ডেমোক্রেসি ওয়াচ, আশা, সুইচ কন্ট্যাক্ট, লেপ্রসী মিশন, মেরি স্টোপস, এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস গ্রুপ) নীলফামারী।

প্রসঙ্গত: তথ্যের অবাধ প্রবাহ, এর সহজপ্রাপ্যতা এবং তথ্য প্রদানে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান বাধ্য থাকবেন, এমন অনুকুল পরিবেশের প্রত্যাশায় গণমাধ্যমকর্মী, বেসরকারি উন্নয়ন সংস্থা ও সুশীল সমাজের দাবির প্রেক্ষিতে ২০০৯ খৃষ্টাব্দের মার্চে তথ্য অধিকার আইন মহান জাতীয় সংসদে পাশ হয় এবং একই বছর জুলাই থেকে কার্যকর হয়। তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং জনগণের তথ্য অধিকারকে সুপতিষ্ঠিত করার লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক), নীলফামারী’র আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মূলত এ তথ্যমেলার আয়োজন । খবর বিজ্ঞপ্তি ।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST