সৈয়দপুর প্রতিনিধি ,
যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার “মেতে উঠি বিজয় উল্লাসে” শিরোনামে সৈয়দপুর বন্ধন শিল্পী গোষ্ঠীর মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও মাটির গান পরিবেশন করে সংগঠনটি।
বিকাল ৩ টায় শুরু হয় স্থানীয় সৈয়দপুর প্লাজার বন্ধন কার্যালয়ে। অনুষ্ঠানে কাজী আনিছুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক সৈয়দা রুখসানা জামান শানু । বিশেষ অতিথি ছিলেন মেধা বিকাশ স্কুল সৈয়দপুর এর প্রতিষ্ঠাতা ও পরিচালক রোটারিয়ান মো: মাহফুজার রহমার রুবেল। সংগঠনের উপদেষ্টা রেহানা জামান বিথী ও প্রতিষ্ঠাতা এবং সম্পাদক রইজ উদ্দিন রকি।
“মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ এবং বর্তমান বাংলাশে” নিয়ে আলোচনা করেন বক্তারা। আলোচনা শেষে কবিতা আবৃত্তি সুন্দও উপস্থাপনার জন্য অর্জনসহ অন্যান্যদেও বই উপহার দেন অতিথিবৃন্দরা। পরে বন্ধন শিল্পীদের পরিবেশনায় মনোঞ্চ সাংস্খৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মাধব চন্দ্র রায়, রেহানা জামান বিথী, শরিফা বেগম, রইজ উদ্দিন রকি, আনোয়ার, মাহাবুব, শরিফ, সাব্বির হুসাইন প্রমূখ। বাদ্য যন্ত্রে ছিলেন আনোয়ার আলী মবুল, সুমন ও শরিফ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সাব্বির হুসাইন।