রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার,
নীলফামারীর ডোমার উপজেলায় শিশু বিবাহ প্রতিরোধ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে ইউনিসেফ’র সহযোগীতায় উপজেলা প্রশাসন কর্মশালাটির আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফামিতার সভাপতিত্বে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ পরিচালক আব্দুল মোতালেব সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় সহকারী কমিশনার ভূমি মনোয়ার হোসেন, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান,সাব-রেজিষ্টার শিরিনা আক্তার, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা হাসিনুর রহমান, জেলা হিন্দু কল্যাণ ট্রাষ্ট্রের ফিল্ড সুপারভাইজার অনুপ কুমার কুন্ডু, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান একরামুল হক প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। কর্মশালায় ইউপি চেয়ারম্যান, ইমাম, নিকাহ রেজিষ্টার, পুরোহিতসহ বিভিন্ন শ্রেণি পেশার দেড় শতাধিক প্রতিনিধি অংশ নেয়।