ফাইল ছবি।
পঞ্চগড় প্রতিনিধি,
শীতের তীব্রতা কমেনি পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে।আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল ৯টার মধ্যে সূর্যের দেখা মেলে।আর বিকেলের পর থেকে ঘন কুয়াশায় ডুবে যায় গোটা এলাকা। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। কুয়াশার চাদরে ঢেকে রয়েছে গোটা এলাকা।
ঘন কুয়াশার সঙ্গে তীব্র শীতেও রাস্তায় বেরিয়েছেন খেটে খাওয়া মানুষ। কিন্তু কনকনে ঠান্ডায় তারা কাজ করতে পারছেন না। এতে দৈনন্দিন আয় কমে গেছে তাদের। তারা পরিবার নিয়ে কষ্টে দিনযাপন করছেন।
জেলা শহরের রামের ডাংগা মহল্লার কুলি শ্রমিক মতালেব বলেন, পেটের তাগিদে আমাদের সকালে বের হতে হয়। কিন্তু ঠান্ডার কারণে পণ্য ওঠানামা করা যাচ্ছে না। হাতেপায়ে বরফের মত ঠান্ডা লাগে। আমাদের আয় অর্ধেকের নিচে নেমে গেছে। পরিবার নিয়ে কষ্টে দিন পার করছি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।।