রতন কুমার রায়-স্টাফ রিপোর্টার ,
“শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগানে নীলফামারীর ডোমার উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে কমলমতি শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে বই পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে।
আজ বুধবার(১লা জানুয়ারী) সকালে উপজেলার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদ মাহমুদ উজ্জ¦লের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ। এসময় উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুস ছামাদ,শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার,পিটিআই সভাপতি জাকির প্রধান,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,শিক্ষাবিদ অধ্যাপক আলহাজ্ব করিমুল ইসলাম প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম ও মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন। উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন বোড়াগাড়ী প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ মহেশ লালা প্রাথমিক বিদ্যালয় ও মহেশ লালা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম ও শিক্ষা অফিসার আমির হোসেন জানান,এবারে উপজেলায় ৫লক্ষ ৩৭ হাজার ৬শত ৬৩টি নতুন বই পাবে শিক্ষার্থীরা। অপরদিকে ডোমার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর আ.লীগের সাধারন সম্পাদক ময়নুল হক মনু নিজ অর্থায়নে সাড়ে ৩শত শিক্ষার্থীদের বইয়ের পাশাপাশি নতুন পোষাক বিতরণ করেন। শিক্ষার্থীরা নতুন বই ও পোষাক পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠে। এসময় প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর আলী ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: করমা বেগমসহ সহকারী শিক্ষক ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।