কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি ,
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ভিডিও চিত্র ধারন করা হয়েছে। বুধবার ১২টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনিত প্রতিনিধি সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান এ সময় উপস্থিত ছিলেন।
গত ১৮ ডিসেম্বর ২০১৯ সমাজ কল্যান মন্ত্রনালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি মতে গাড়াগ্রাম প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ে ৫ মিনিটে ভিডিও চিত্র ধারন করা হয়। ভিডিও চিত্রে বিদ্যালয়ের শিক্ষাথীদের জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষক মন্ডলী, শ্রেণী কক্ষ ও বিদ্যালয় ভবনের ছবি ভিডিও চিত্রে ধারন করেন আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি কাজলী বেগম ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।