কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি ,
গণপ্রজাতন্ত্যী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তক ১৮ ডিসেম্বর ২০১৯ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল, বিদ্যালয়ের সভাপতি ও প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমও বিদ্যালয়ের শ্রেণী কক্ষ পরিদর্শন করেন। অতপর তিনি বিদ্যালয় প্রাঙ্গণে শতধিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহনে শ্রেণী সমাবেশ পরিদর্শন করেন।
তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষার জন্য গুরুত্বরোপ করেন। এসময় আরও বক্তব্য রাখেন স্কুলের সভাপতি আব্দুল জব্বার ও প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাক। তারা বিদ্যালয়টি বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং বিদ্যালয়টিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।