ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন নীলফামারীতে জেলা বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদের ৬৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির গঠিত নীলফামারী কিশোরগঞ্জে গরু হারিয়ে দিশেহারা মোকছেদুল নীলফামারীতে শিক্ষায় বৈশম্য দূরীকরণে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নীলফামারীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা  ঢাকায় সেসিপি কর্মকর্তা-কর্মচারী দ্বারা শিক্ষক লাঞ্চিত, নীলফামারীতে কর্মবিরতি ও মানববন্ধন নীলফামারীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কেউ পেশীশক্তি ও সন্ত্রাসের বলে প্রভূত্ব করতে চাইলে চোখ উপরে ফেলবো; নীলফামারীতে আল্লামা মামনুল হক।
জলঢাকায় অন্ধত্বকেও হার মানিয়েছে দিনমজুর রশিদুল ।

জলঢাকায় অন্ধত্বকেও হার মানিয়েছে দিনমজুর রশিদুল ।

 

রনজিত রায়, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ,
রশিদুল ইসলাম, বয়স ৫৭! পিতা-প্রয়াত সদ্দি মামুদ, বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম গোলমুন্ডা দোলাপাড়ায়। চোখের আলো নেই তবুও নেই কোনো প্রতিবন্ধকতা। সেই প্রতিবন্ধকতাকেও এবার হার মানিয়েছেন তিনি। ২০ বছর আগে ভুট্টার পাতার আঘাতে তার দু চোখের দৃষ্টি নষ্ট হয়ে যায়। তবে দৃষ্টি চলে গেলেও আছে সীমাহীন দক্ষতা। চোখের দৃষ্টি ছাড়াও যে একজন মানুষ স্বাভাবিক আর দশজন কায়িক শ্রম দেওয়া মানুষের মতোই চলতে পারে, সব কাজ করতে পারে। মঙ্গলবার তার সঙ্গে দেখা হয় এ প্রতিবেদকের। চোখের আলো ছাড়াই রশিদুল ইসলাম একজন স্বাভাবিক মানুষের মতোই অনায়াসে যাবতীয় ক্ষেতের কাজ করতে পারে মনের দৃষ্টি দিয়ে। যেমন মরিচ ক্ষেত রক্ষণাবেক্ষণ, আলু চাষ,আলু লাগানো ও উত্তোলন, ধান লাগানো এমনকি ধান কাটাঁ পর্যন্ত সব কাজেই তিনি করতে পারেন। এ বিষয়ে তার স্ত্রী কাজিমন নেছা বলেন, ২০ বছর আগে দৃষ্টিশক্তি হারানো আমার স্বামী সবকাজেই করতে পারে। তবুও পিছুটান তার সংসারের অভাব। মুলত: সংসারের অভাবের তাড়নাতেই জীবনের ঝুকিঁ নিয়ে তিনি এসব কাজ করে। তিনি আরো বলেন, দুই ছেলে ও তিন মেয়ে নিয়ে বসত ভিটার মাত্র ৭ শতাংশ জমি ছাড়া আর কোনো সম্পদ তাদের নেই অন্যের জমি বন্ধক নিয়ে আবাদ করে নামমাত্র জীবিকা নির্বাহ করেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST