রনজিত রায়, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ,
রশিদুল ইসলাম, বয়স ৫৭! পিতা-প্রয়াত সদ্দি মামুদ, বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম গোলমুন্ডা দোলাপাড়ায়। চোখের আলো নেই তবুও নেই কোনো প্রতিবন্ধকতা। সেই প্রতিবন্ধকতাকেও এবার হার মানিয়েছেন তিনি। ২০ বছর আগে ভুট্টার পাতার আঘাতে তার দু চোখের দৃষ্টি নষ্ট হয়ে যায়। তবে দৃষ্টি চলে গেলেও আছে সীমাহীন দক্ষতা। চোখের দৃষ্টি ছাড়াও যে একজন মানুষ স্বাভাবিক আর দশজন কায়িক শ্রম দেওয়া মানুষের মতোই চলতে পারে, সব কাজ করতে পারে। মঙ্গলবার তার সঙ্গে দেখা হয় এ প্রতিবেদকের। চোখের আলো ছাড়াই রশিদুল ইসলাম একজন স্বাভাবিক মানুষের মতোই অনায়াসে যাবতীয় ক্ষেতের কাজ করতে পারে মনের দৃষ্টি দিয়ে। যেমন মরিচ ক্ষেত রক্ষণাবেক্ষণ, আলু চাষ,আলু লাগানো ও উত্তোলন, ধান লাগানো এমনকি ধান কাটাঁ পর্যন্ত সব কাজেই তিনি করতে পারেন। এ বিষয়ে তার স্ত্রী কাজিমন নেছা বলেন, ২০ বছর আগে দৃষ্টিশক্তি হারানো আমার স্বামী সবকাজেই করতে পারে। তবুও পিছুটান তার সংসারের অভাব। মুলত: সংসারের অভাবের তাড়নাতেই জীবনের ঝুকিঁ নিয়ে তিনি এসব কাজ করে। তিনি আরো বলেন, দুই ছেলে ও তিন মেয়ে নিয়ে বসত ভিটার মাত্র ৭ শতাংশ জমি ছাড়া আর কোনো সম্পদ তাদের নেই অন্যের জমি বন্ধক নিয়ে আবাদ করে নামমাত্র জীবিকা নির্বাহ করেন।