দিনাজপুর প্রতিনিধি ,
“চলো চলো সবাই চলো, বই নিতে স্কুলে চলো” -এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব ২০২০ অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসেবে আজ বুধবার (১ জানুয়ারি ) দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে বই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার)। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কাজেম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার) ড. মোঃ রুহুল আমিন সরকারসহ অন্যান্য অতিথি ও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।