ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ,
“শেখ হাসিনার প্রতিজ্ঞা মানসম্মত শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।আজ বুধবার (১লা জানুয়ারী ) সকাল ১০ টায় নীলফামারী-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করেন।এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়, উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুল হালিম, প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় সুধিজন উপস্থিতিতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। বক্তরা বলেন যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় শেখ হাসিনা শিক্ষার উপর বিশেষ ভাবে প্রভাব ফেলে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের সুবিধা দিতেছেন এবং শিক্ষকের বেতন স্কেলও বাড়িয়েছেন। অভিভাবকদর উদ্দেশ্যে বলেন আপনাদের ছেলে-মেয়েদের বাড়ীতে বসে না রেখে স্কুল পাঠানোর ব্যবস্থা নিন এবং শিক্ষার্থীরা যেন সুশিক্ষা গ্রহন করিতে পারে সে বিষয়ে শিক্ষকদের প্রতি মনোযোগি হওয়ায়র কথা বলেন।