ঘোষনা:
শিরোনাম :
জলঢাকায় ভাই-বোন নিহত,বাড়ীতে কান্নার রোল। জামাতার জানাযায় যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিজেই নিহত।

জলঢাকায় ভাই-বোন নিহত,বাড়ীতে কান্নার রোল। জামাতার জানাযায় যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিজেই নিহত।

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ,
জলঢাকায় ভাই-বোন নিহত,বাড়ীতে কান্নার রোল। জামাতার জানাযায় যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিজেই নিহত হলেন।জামাতার জানাযা পড়তে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শ্বশুরসহ ২ জন নিহত ও ১৩ জন আহত হয়। আজ শুক্রবার সকালে কিশোরগঞ্জ উপজেলার রংপুর-জলঢাকা অবিলের বাজার নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ী নীলফামারীর জলঢাকা উপজেলার খারিজা গোলনা নবাবগঞ্জ গ্রামে। নিহতরা হলেন, জহুরুল ইসলাম (৬৫) ও আনোয়ারা বেগম (৫৭)। এরা দুজনেই পরস্পর ভাইবোন।তাদের বাড়ীতে কান্নার রোল পড়ে গেছে।এক সাথে দুজ’নের চলে যাওয়া মেনে নিতে পারছেনা পরিবারের লোকজন।তাই হতবাক সন্তানসহ নিকট আত্মীয়রা। দুর্ঘটনা কবলিত এলাকার স্থানীয়রা বলেন, আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশংখ্যাজনক। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ জানান, জলঢাকা উপজেলার জহুরুল ইসলামের জামাতার বাড়ি বগুড়ার মোকামতলায়। তার জামাই হৃদরোগে মারা যাওয়ায় তারা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১১-৯৫৮২) যোগে বগুড়ার মোকামতলায় যাচ্ছিল। শুক্রবার সকাল ৭টায় অবিলের বাজার নামক এলাকায় মাইক্রোবাসটি পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা আজিজ ট্রাভেলস (ঢাকা মেট্রো ব-১৪-৮৫৬৬) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জহুরুল ইসলাম ও তার বোন আনোয়ারা নিহত হয়। আহত হন মাইক্রোবাসের চালকসহ ৯ জন। কিশোরগঞ্জ দমকল বাহিনীর ইনচার্জ মোঃ রেদওয়ানুজ্জামান বলেন, আমরা দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেই।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST