গাইবান্ধা প্রতিনিধি ॥
গাইবান্ধায় বাসের ধাক্কায় মেহেদী হাসান নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (০২ এপ্রিল) বিকেলে সদরের তুলসীঘাট পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। কনস্টেবল মেহেদী গাইবান্ধা পিবিআই’র চালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় যাচ্ছিলেন মেহেদী। পথে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে পৌঁছালে মা-সুফিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।