নড়াইল জেলা প্রতিনিধি ,
বাড়ী ভাড়া নিয়ে রমরমা দেহ ব্যবসা চালানোর অভিযোগে অভিযান চালিয়ে খদ্দেরসহ চারজনকে গ্রেফতার করে জেলহাজতে দিয়েছে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার দুপুর ১টার দিকে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক আমান উল্লাহ আল বারীর নেতৃত্বে পৌর শহরের রাজুপুর গ্রামের ছত্তার শেখের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে একজন খদ্দেরসহ চারজনকে গ্রেফতার করা হয়।নড়াইলের লোহাগড়া উপজেলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে যৌন ব্যবসা চালানোর অভিযোগে অভিযান চালিয়ে একজন খদ্দেরসহ চারজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
লোহাগড়া থানা পুলিশের ওসি আলমগীর হোসেন বলেন, বাসা ভাড়া নিয়ে যৌন ব্যবসা চালানোর অভিযোগে তিন নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।