রনজিত রায়, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ,
নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন, জলঢাকা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিকরুল হক, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, সহকারি কমিশনার (ভুমি) গোলাম ফেরদৌস, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ জেড.এ সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক ও উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মমিনুল ইসলাম মঞ্জু প্রমুখ। এসময় স্বাস্থ্য কর্মকর্তা জেডএ সিদ্দিকী জানান, আগামি ১১ জানুয়ারি ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এবারে উপজেলায় ৬ – ১১ মাস পর্যন্ত ৫ হাজার ৮শত শিশুকে নীল রঙ্গের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস পর্যন্ত ৫১ হাজার শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা পরিষদ চেয়ানম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারি ও স্বাস্থ্যকর্মীদের সহযোগীতা কামনা করেন। অবহিতকরণ সভায় সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মকর্তা, স্বাস্থ্য কর্মী, ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ উপস্থিত ছিলেন।