সৈয়দপুর প্রতিনিধি ,
সৈয়দপুর বন্ধন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা মরহুম আব্দুর রহমান এর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ৭ জানুয়ারী ২০২০ খ্রি: সন্ধ্যা সাতটায় এসআর প্লাজার ২য় তলার বন্ধন কার্যালয় অনুষ্ঠিত হয়। বন্ধন সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন প্রতিষ্ঠাতার নাট্যসহকর্মী সৈয়দপুর জাতীয় শ্রমিক পার্টির আহাবায়ক জনাব মনছুর আলী। স্মরণ সভায় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন উপদেষ্টা তাহের আলী বসুনিয়া, রেহানা জামান বিথী, কামারপুকুর কলেজের আইসিটি প্রভাষক জনাব মৃধা। বক্তব্য বলেন সংগঠনের সহ সভাপতি কাজী আনিছুর রহমান, বন্ধন সাধারণ সম্পাদক রইজ উদ্দিন রকি, বন্ধন সদস্য শরিফ ও আনোয়ার হোসেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা ও দোয়া করেন বন্ধন সমাজ কল্যান সম্পাদক মোহাম্মদ আলী।অনুষ্ঠানটি সঞ্চালন করেন বন্ধন দপ্তর সম্পাদক সাব্বির হুসাইন।