রতন কুমার রায়-স্টাফ রিপোর্টার ,
নীলফামারীর ডোমার উপজেলায় অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করতে মা ও শিশুমৃত্যু প্রতিরোধে ৪৬ হাজার শিশুকে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
শনিবার সকালে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উপজেলা পরিষদ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইয়ে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম,আবাসিক মেডিক্যাল অফিসার রায়হান বারী,হেল্থ ইন্সপেক্টর বেলাল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন। সকাল ৮ থেকে বিকাল ৪ পর্যন্ত উপজেলার ২শত ৪৩ টি কেন্দ্রে ৪শত ৮০জন স্বেচ্ছাসেবক ও ৩০ জন সুপারভাইজার ৬থেকে ১১ মাস পর্যন্ত ৫ হাজার ২শত শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত ৪০ হাজার ৮শত শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হয়েছে।