দিনাজপুর প্রতিনিধি ,
মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন।রোববার (১৩ জানুয়ারি) রাতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।দিনাজপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। এদেরকে মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।নিহতরা হলেন রহমত আলী (৩২) ও আবুল কাশেম (৩৮)। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম গোলাম রসূল।