রতন কুমার রায়-স্টাফ রিপোর্টার ,
নীলফামারীর ডোমারে সরকারীভাবে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে মিলারদের নিকট হতে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহের ফিতাকেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ হাসান,ডোমার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান,চিলাহাটি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিত্যানন্দ রায় প্রমূখ। উপজেলা খাদ্র নিয়ন্ত্রক মাহমুদ হাসান জানান, এবারে মিলারদের নিকট হতে আমন সিদ্ধ প্রতিকেজি ৩৬ টাকা দরে ১ হাজার মেট্্িরকটন ও ৩৫ টাকা কেজি দরে ৩৪ মেট্রিকটন আতপ চাল সংগ্রহ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে খাদ্যগুদামের শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।