রতন কুমার রায়-স্টাফ রিপোর্টার ,
নীলফামারীর ডোমার উপজেলার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
সোমবার বিকালে ডোমার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত বিদ্যালয়ের সভাপতি ও ডোমার পৌর আ.লীগের সাধারন সম্পাদক ময়নুল হকের সভাপতিত্বে নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫শতাধিক বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম,সহকারী কমিশনার(ভূমি) মনোয়ার হোসেন,উপজেলা ছাত্রলীগ সভাপতি সব্যসাচী রায়,সাধারন সম্পাদক হাফিজুর রহমান মানিক প্রমূখ। প্রধান অতিথি জেলা প্রশাসক হাফিজুর রহমান ডোমার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের জন্য ১লক্ষ টাকার চেক ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভ্যানগাড়ী ক্রয় বাবদ ২০ হাজার টাকা দেওয়ার ঘোষনা দেন।