রাবি প্রতিনিধি,
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের ১৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় কাউন্সিলের মাধ্যমে কার্যনির্বাহী পরিষদ ২০১৯-২০ গঠিত হয়।
নৃবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন মানিককে সভাপতি ও বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী প্রশান্ত কুমার রায়কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট এ পরিষদ গঠন করা হয়।
পরিষদের অন্য সদস্যরা হলেন সভাপতি মন্ডলীর সদস্য-১ নাফিজ আহমেদ, সদস্য-২ ফাতেমা খাতুন, সদস্য-৩ শুভ ঘোষ, সদস্য-৪ সুজন আলী, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব, অর্থ সম্পাদক মাহাদী হোসাইন,জনসংযোগ সম্পাদক কে.এস.কে হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক মাহমুদ হাবিব, সম্পাদক-১ সাগর হোসাইন, সম্পাদক-২ লিভা মনি, সম্পাদক-৩ লাভলী আক্তার। প্রসঙ্গত, এটি রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের ১৪তম কার্যনির্বাহী সংসদ।