মো: হারুন উর রশিদ,নীলফামারী,
নীলফামারীতে জেলা পর্যায়ে ইজতেমা ২০২০ শুরু হয়েছে।বৃহস্পতিবার ভোর থেকে শুরু হলো ইজতেমা। ইজতেমায় মো: দিদারুল ইসলাম, অধক্ষ্য মহিলা কলেজ, মাঠ জিম্মাদার হিসেবে দায়িত্ব নিয়ে দারোয়ানী টেক্সটাইল মাঠ প্রাঙ্গন ইজতেমাকে সফল করতে সার্বিক দায়িত্ব পালন করছেন। ৬,৭ ও ৮ ইং ফেব্রæয়ারী ২০২০ ইজতেমাকে ঘিরে গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলার ইসলাম প্রিয় মুছল্লিগন, ইন্ডিয়ার কাশমির থেকে ৭ জন, মোতারজিম ২ জন এবং কম্বোডিয়া থেকে ৬ জন, মোতারজিম ৬ জন এসে ইজতেমার মাঠকে সফল করে। ইজতেমায় কোন ধরনের বিশৃংখলার সৃষ্টি না হয় সেদিকে প্রশাসন করা নজরদারি রেখেছেন এবং চারদিকে পুলিশ মোতায়ন করেছে নীলফামারী জেলা পুলিশ প্রশাসন। ইজতেমায় মুছল্লিগনের প্রথমিক চিকিৎসার জন্য ফ্রি চিকিৎসা ও ওষুধ দিয়ে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। পুলিশ ও ইজতেমায় আসা মুছল্লিগনের সাথে আলাপকালে তারা বলেন ইজতেমায় এখন প্রর্যন্ত কোন প্রকার বিশৃংখলার সৃষ্টি হয় নাই এবং শান্তিপ্রিয় ভাবে পালিত হচ্ছে এবং কাশমির ও কম্বোডিয়ার মুছল্লিগন ইজতেমাকে সন্তোসজনক বলে তাদের আশাবাদ ব্যক্ত করেন। ৮ ফেব্রয়ারী শনিবার সকালে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে তিন দিন ব্যাপি এই ইজতেমার সমাপ্তি হওয়ার কথ জানিয়েছেন মাঠ জিম্মাদার।