নীলফামারী প্রতিনিধি ,
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো রংপুর বিভাগের সর্ববৃহৎ তাবলিগ জামাতের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। শনিবার দুপুর ১২ টা ২০ মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাররাইলের বিশিষ্ট আলেম মাওলানা মোশাররফ হোসেন। নীলফামারী জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মিলস্ কলোনী মাঠে বৃহস্পতিবার বাদ ফজর থেকে শুরু হয় এই ইজতেমা।
নীলফামারী আঞ্চলিক ইজতেমার মুরব্বী অধ্যক্ষ দিদারুল আলম জানান,আখেরি মোনাজাতে লক্ষাধিকেরও বেশি ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়।