স্টাফ রিপোর্টার,নীলফামারী,
নীলফামারীর সৈয়দপুরে ক্যাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইক ও রিক্সার ১২ যাত্রী আহত,এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ।
আজ বুধবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর ওয়াবদা মোড় এলাকায় ক্যাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইক ও রিক্সার ১২ জন যাত্রী আহত হয়েছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানাযায়, সৈয়দপুর থেকে একটি ক্যাভার্ড ভ্যান নীলফামারীর উদ্দেশ্যে যাওয়ার পথে সৈয়দপুরের ওয়াবদা মোড় এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা একটি রিক্সা ও ইজিবাইককে ধাক্কা দেয়। ফলে ইজিবাইক ও রিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। ইজিবাইক ও রিক্সায় থাকা ১২ জন যাত্রী আহত হয়। ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতলে নিয়ে যায়। সেখানে আহতদের চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আশঙ্কাজনক রুগীরা হচ্ছেন, আতিয়ার রহমান (৪০) মো: আলাল (৫০) দামিনী বালা(৪৫) ও নুর ইসলাম (৪০) । এরা সকলেই সৈয়দপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা।