স্টাফ রিপোর্টার, নীলফামারী,
নীলফামারীতে দৈনিক আমার সংবাদ’র ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১২ ফেব্রয়ারি) সকালে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। উক্ত অনুষ্ঠানে দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি আল-আমিন এর সভাপতিত্বে ও দৈনিক বর্তমান ও দ্যা ডেইলি ট্রাইবুনালের জেলা প্রতিনিধি নাসির উদ্দিন শাহ্ মিলন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও পেীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, রিপোটার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ও সাপ্তহিক নীলচোখ পত্রিকার সম্পাদক হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ,বসুন্ধরা কিংস’র সাধারন সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ, নীলফামারী সদর থানার পুলিশ পরিদর্শক মাহমুদ উন-নবী (তদন্ত), বাংলাভিশন এর জেলা প্রতিনিধি নুর আলম সিদ্দিকী, জেলা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক,দৈনিক আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি আল-ফারুক পারভেজ উজ্জল, ডেইলি মর্নিং গ্লোরীর জেলা প্রতিনিধি আবু হাসান, আমাদের সময় এর জেলা প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু, সাংবাদিক সাইফুল ইসলাম মানিক, বাসুদেব রায়,আব্দুর রশিদ, সোহেল রানা,বিএম খাজা নেওয়াজসহ জেলা রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিক এবং দৈনিক আমার সংবাদ এর উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।