কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি,
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রবিবার দলীয় কার্যালয়ে উপজেলার সদর ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। এতে দেলোওয়ার হোসেনকে আহবায়ক ও রওশন আলীকে সদস্য সচিব করা হয়েছে। নব গঠিত এ কমিটি ঘোষনার সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আশুতোষ সিংহ (লক্ষণ),সদস্য সচিব হিজবুল্লা রহমান ডালিম, যুবলীগের সাবেক সভাপতি ফণি ভূষণ মজুনদার প্রমূখ।