রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার,
নীলফামারীর ডোমারে অসহায় দুঃস্থ নির্মাণ শ্রমিকদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।শনিবার বিকালে বাংলাদেশ আওয়ামী নির্মাণ শ্রমিকলীগ ডোমার শাখার উদ্দ্যোগে রেলঘুন্টি এলাকায় নিজস্ব কার্যালয়ে সংগঠনের তহবিল হতে দেড় শতাধিক অসহায় দুঃস্থ নির্মাণ শ্রমিকদের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ অনুষ্ঠানে ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। বাংলাদেশ আওয়ামী নির্মাণ শ্রমিকলীগ ডোমার শাখার সভাপতি শামীম ইসলামের সভাপতিত্বে ও উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা মফিজার রহমান দুলালের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,কৃষি অফিসার কৃষিবিদ আনিছুজ্জামান,থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান,উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান সরদার,পৌর আ.লীগের সাধারন সম্পাদক ময়নুল হক,সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মশিয়ার রহমান প্রমূখ। প্রধান অতিথি নির্মাণ শ্রমিকদের এই মহতি উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে তাৎক্ষনিক ভাবে শ্রমিকদের আর্থিক সহযোগীতা করেন।